
একটি প্রস্তাবের ওপর এক্সিবিশন প্লেসের পরিচালনা পর্ষদে ভোটাভুটি হতে যাচ্ছে। তাতে প্রস্তাবিত থার্মে স্পা ও ওয়াটারপার্কের জন্য অন্টারিও প্লেসের বিকল্প হিসেবে এক্সিবিশন প্লেস ব্যবহারের ধারণা আনুষ্ঠানিকভাবে কর্মীদের খুঁজে দেখার কথা বলা হয়েছে।
এ মাসের গোড়ার দিকে ডেপুটি মেয়র আসমা মালিক পর্ষদের কাছে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি বলেন, প্রস্তাবিত থার্মে স্পা এক্সিবিশন প্লেসের পাশাপাশি বেটার লিভিং সেন্টার সাইটের মধ্যে করা যায় কিনা সে ব্যাপারে কর্মীদের সম্ভাব্যতা প্রতিবেদন তৈরির জন্য সিটির নির্বাহী কমিউনিটির সুপারিশ পাঠিয়ে দিয়েছেন। এক্সিবিশন প্লেস এর ফলে সুবিধা পাবে। এ ছাড়া স্থান হিসেবেও ভালো হবে। কারণ, ট্রানজিট, হোটেল, পার্কিং, বিদ্যমান সেবাসমূহ এবং অন্যান্য অবকাঠামো এর কাছাকাছি অবস্থিত।
গত সপ্তাহে তিনি বলেন, ওয়াটারফ্রন্টের পাশে বিলাসবহুল স্পা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। তাহলে অন্য কোনো স্থানে কি এটা হতে পারে? সম্ভবত হতে পারে। সেটাই আমরা খুঁজে দেখছি।
অন্টারিও প্লেসের পশ্চিম দ্বীপে বৃহৎ আকারের স্পা ও ওয়াটারফ্রন্ট তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অন্টারিও সরকার। কিন্তু সমালোচক ও কমিউনিটি গ্রুপগুলো এই ধারণার বিরোধিতা করছেন। তারা বলছেন, এটা গুরুত্বপূর্ণ একটি পাবলিক পার্ক বেসরকারিকরণের নামান্তর।
সংশ্লিষ্ট সিটি কর্মীরা ৫ ডিসেম্বরের মধ্যে যাতে তাদের প্রতিবেদন নির্বাহী কমিটিতে পাঠান চিঠিতে সেই প্রস্তাব করেছেন মালিক। তিনি বলেন, থার্মে ফ্যাসিলিটি এক্সিবিশন প্লেসে নির্মাণের বিষয়টি বিবেচনায় নিলে এক্সিবিশন প্লেসের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা মাথঅয় নিতে হবে। গুরুত্বপূর্ণ টেনান্ট ও ইভেন্ট অর্গানাইজারদের পরিচালনা এর মধ্যে অন্যতম।