
গ্রিনবেল্টের জমি অবমুক্তকরণের কাজে যে অর্থ খরচ হয়েছে দুই মিউনিসিপালিটিকে তা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্টারিওর মিউনিসিপাল অ্যান্ড হাউজিং মন্ত্রী পল ক্যালান্দ্রা। গ্রিনবেল্ট থেকে জমি অবমুক্ত করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড গত মাসে বলেছিলেন, আবাসনের জন্য সংরক্ষিত গ্রিনবেল্ট থেকে ১৫ খ- জমি অবমুক্ত করার সিদ্ধান্ত ভুল ছিল। তার সরকার এখন এই জমি গ্রিনবেল্টে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
গ্রিনবেল্ট থেকে সবচেয়ে বেশি জমি অবমুক্ত করা হয় অন্টারিওর পিকারিংয়ে। তাদের পাশাপাশি অন্টারিওর গ্রিমসবি বলেছে, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তারা যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করেছে। সেই সঙ্গে কর্মীদেরও যথেষ্ট সময় ব্যয় হয়েছে এতে। পিকারিং ও গ্রিমসবির ব্যয় হওয়া অর্থের পরিমাণ যথাক্রমে ৩ লাখ ৬০ হাজার ১৩৫ ও ৮২ হাজার ডলার।
তারা বলেছে, এই ব্যয়ের মধ্যে আছে আইনি সহায়তার জন্য বাইরের পক্ষের সঙ্গে চুক্তি ও ঠিকাদারদের সঙ্গে পরামর্শ। পরোক্ষ ব্যয়ের মধ্যে রয়েছে গ্রিনবেল্ট সংক্রান্ত কাজে কর্মীদের সময় ব্যয়।
মিউনিসিপাল অ্যান্ড হাউজিং অ্যাফেয়ার্স মন্ত্রী পল ক্যালান্দ্রা বলেন, প্রথমে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে ইঙ্গিত দিলেও মনোভাব পরিবর্তন করেছেন তিনি। পিকারিং ও গ্রিমসবির ব্যয়ের পর্যালোচনা জমা দেওয়া হয়েছে।