5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

প্রেম করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না ইধিকা!

প্রেম করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না ইধিকা! - the Bengali Times
ইধিকা পাল ছবি ইনস্টাগ্রাম

অভিনেতা ডিপজলের এক মন্তব্য ঘিরে ফের চর্চায় শাকিব খানের ‘প্রিয়তমা’ ইধিকা পাল। সম্প্রতি ঘুরে গেলেন বাংলাদেশে। এসেছিলেন ফরিদপুরের পর্যটনশিল্পের ওপরে একটা ডকুমেন্টারি ফিল্মের শুটিংয়ে অংশ নিতে।

সেসময় ডিপজলের মন্তব্য নিয়ে তিনি বলেন, ‘আমার ধারণা, উনি যত দূর বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি। আমার একটা প্রশ্ন আছে তার কাছে; সেটি হচ্ছে—অশ্লীল কোনটা? আমি এখন পর্যন্ত যে কয়টা কাজ করেছি, আমার মনে হয় না সেখানে অশ্লীলতা আছে।’

- Advertisement -

এরপর তার কাছে জানতে চাওয়া হয় তিনি প্রেম করছেন কিনা? এসময় প্রশ্নের জবাবে ইধিকা পাল বলেন, ‘আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়তো মাথায় আসেনি।’

জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ চান জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।’

- Advertisement -

Related Articles

Latest Articles