2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

দীঘির পোস্টের জবাবে সেই বন্ধু বললেন, ‘তোমাকে অনেক ভালোবাসি’

দীঘির পোস্টের জবাবে সেই বন্ধু বললেন, ‘তোমাকে অনেক ভালোবাসি’ - the Bengali Times
বাল্যবন্ধু মাহিমিন রশিদের সঙ্গে দীঘি

শোবিজে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বহুবার। এই তো ক’দিন আগেই, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি গুঞ্জনের পালে নতুন করে আবার হাওয়া দেয়। ছবিগুলোতে দীঘির সঙ্গে মাহিমিন রশিদ নামের এক তরুণকে দেখা যায়। এরপরই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় চলে আলোচনা-সমালোচনা।
Unibots.in

বিষয়টি সামনে আসলে দীঘি জানান, মাহিমিন তার বাল্যবন্ধু। শুধুই বন্ধু, এর বেশি কিছু না।
তার কথায়, ‘ও আমার প্রেমিক নয়, বন্ধু। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে আর কিছু নেই। অনেকেই ওকে নিয়ে মুখরোচক সংবাদ প্রকাশের জন্য “অন্তরঙ্গ” কথাটি ব্যবহার করেছে। আসলে অন্তরঙ্গ ছবি অনেক ভয়ংকর হয়। সেগুলো প্রকাশ্যে পোস্ট করা যায় না। আমার ফোন থেকে যে ছবি বের হবে, সেগুলো কখনোই অন্তরঙ্গ হবে না। অন্তরঙ্গ হবে সেটা, যেটা আমার ফোন গ্যালারিতে থাকবে, যেটা কখনো প্রকাশ্যে আসবে না। আরেকটি বিষয় ও যেহেতু মিডিয়ার কেউ না, তাই ওকে নিয়ে কোনো আলোচনা না করাই ভালো।’

- Advertisement -

দীঘি আরও বলেন, ‘কদিন আগে আমার সঙ্গে তৌহিদ আফ্রিদিকে জড়িয়ে গুজব উঠেছিল। এরপর এমন হয়েছে, আমি অনেকদিন তার সঙ্গে দেখা করিনি। শুধুমাত্র আমাদের সম্পর্ককে নিয়ে এসব গুজব তোলার জন্য।’

দীঘির এমন কথার সঙ্গে মিল পাওয়া যায়নি তাদের (দীঘি ও মাহিমিন রশিদ) ফেসবুকের। একটি পোস্টে মাহিমিনের উদ্দেশে দীঘি লিখেছেন, ‘আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে সব সময় অনুপ্রেরণা দিয়ো বেবি।’

এর উত্তরে মাহিমিন রশিদ লিখেছেন, ‘আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি! তোমার চলার পথে তোমাকে অনুপ্রেরণা দেওয়া, সহযোগিতা করার যে কথাটি বললে, এটা আমার জন্য অনেক বড় কিছু। তুমি এমন একজন বিশেষ মানুষ, যাকে আমার এই জীবনে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। কখনোই স্বপ্ন দেখা বন্ধ কোরো না।’

উল্লেখ্য, গেল মঙ্গলবার দীঘি অভিনীত একটি গানের ভিডিও প্রকাশিত হয়েছে। ‘চোখে চোখে’ শিরোনামের এই গানটি গেয়েছেন ইমরান ও পূজা। পীযূষ দাসের কথায় এর সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। গানের ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। ভিডিওতে ইমরান, পূজা ও দীঘি ছাড়াও অভিনয় করেছেন জিলানী।

- Advertisement -

Related Articles

Latest Articles