0.2 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

চলন্ত অটোয় তরুণীকে অশ্লীল স্পর্শ!

চলন্ত অটোয় তরুণীকে অশ্লীল স্পর্শ! - the Bengali Times

ছবি প্রতীকী

রাতের কলকাতায় হেনস্তার শিকার এক তরুণী। চলন্ত অটো এবং অটো থেকে নামার পরেও সহযাত্রী তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বেহালার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী বেহালার বাসিন্দা। রবিবার সন্ধেয় রাসবিহারীতে গিয়েছিলেন। সেখান থেকে অটোয় চড়েন তিনি। অভিযোগ, অটোর পিছনের আসনে বসে থাকাকালীন সহযাত্রী তাঁকে বিরক্ত করছিল। অশ্লীলভাবে স্পর্শ করে বেশ কয়েকবার। ভেবেছিলেন অটো থেকে নেমে পড়লেই সমস্যা মিটে যাবে। তাই অটোয় চিৎকার চেঁচামেচি করেননি তরুণী।

- Advertisement -

ইতিমধ্যেই অটো বেহালা ট্রামডিপোয় পৌঁছয়। ওই তরুণী অটো থেকে নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যে তিনি খেয়াল করেন সহযাত্রীও অটো থেকে নেমে পড়েছে। অভিযোগ, তরুণীকে অনুসরণ করে এগোতে থাকে ওই যুবক। রাস্তার মাঝেই সহযাত্রী আরও একবার তাঁর শ্লীলতাহানি করে। প্রতিবাদ করেন তরুণী।

বেহালার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সুধীর মাঝি বেহালারই বাসিন্দা। তাকে সোমবার আদালতে তোলা হবে। এদিকে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত ওই তরুণী। বাড়ি ফিরতে প্রায়শই রাত হয় তাঁর, তাই এ ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। বেহালার ঘটনায় স্বাভাবিকভাবেই ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।

- Advertisement -

Related Articles

Latest Articles