
চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের দুই কোটি ৮৬ লাখ টাকার চেক উত্তোলনের চেষ্টার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার কক্সবাজার জেলার উখিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তান নাম জোহুরা বেগম (২৫)। তিনি ওই এলাকার মো. ওসমানের মেয়ে। তাকে জাল দলিল সিন্ডিকেট চক্রের সদস্য বলে দাবি করেছে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে জোহুরা বেগমের বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে।’
জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার মো. উমর ফারুক জানান, সম্প্রতি জোহুরা একটি রেজিস্টার্ড পাওয়ার অব অ্যাটর্নি দলিলমূলে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দুই কোটি ৮৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক উত্তোলনের আবেদন করেন। এ সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দাতাদের পরিচয় ও তার সঙ্গে ওই ব্যক্তিদের সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন উত্তর দেন। তখন জোহুরা জানান পাওয়ার অব অ্যাটর্নি দাতাদের তিনি চেনেন না। মূলত তার স্বামী পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করেছেন। তার স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, স্বামী প্রবাসী এবং দুমাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই।
উমর ফারুক আরও জানান, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাওয়ার অব অ্যাটর্নি দাতাদের খুঁজে বের করেন। তারা জানান তারা কাউকে টাকা উত্তোলনের জন্য কোনো প্রকার পাওয়ার অব অ্যাটর্নি নিয়োগ দেননি। পাওয়ার অব অ্যাটর্নি দলিলে ব্যবহৃত দুইটি জাতীয় পরিচয়পত্র নম্বরও তাদের নয়। বিষয়টি জালিয়াতি বুঝতে পেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। অভিযান চালিয়ে পুলিশ জোহুরা বেগমকে গ্রেপ্তার করে।