0.3 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

বহু পুরুষের সঙ্গে সম্পর্কের বিতর্ক নিয়ে মুখ খুললেন দীপিকা

বহু পুরুষের সঙ্গে সম্পর্কের বিতর্ক নিয়ে মুখ খুললেন দীপিকা

দীপিকা পাড়ুকোন

রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন দীপিকা পাড়ুকোন। তা নিজ মুখেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। ‘কফি উইথ করণ’-এর সিজন ৮-এর প্রথম এপিসোডে স্বামী-অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে এসেছিলেন দীপিকা। এসেই জানিয়েছিলেন, তার ব্যক্তিগত জীবনের কিছু গোপন কথা।

বলেছিলেন যে, রণবীরের সঙ্গে ডেট করার সময় তিনি অন্য পুরুষের সঙ্গেও ডেট করতেন এবং বারবারই তিনি রণবীরের কাছে ফিরে আসতেন। দীপিকার এই খোলামেলা মনের কথা শুনে অনেকেই অবাক হয়েছিলেন। তাকে কটাক্ষ করতেও ছাড়েননি। ট্রলের মুখে পড়তে হয়েছিল নায়িকাকে। এই ঘটনার পর অনেকদিন চুপ ছিলেন কিন্তু এবার তিনি মুখ খুলেছেন।

- Advertisement -

দীপিকা বলেছেন, কোনো কিছুকে যদি আমি বিশ্বাস করে বলে থাকি, দ্বিতীয়বার চিন্তা করি না। আমি এই মানুষটাই তৈরি হয়েছি এত্তগুলো বছরে এবং আমি সত্যি বলতে ভয় পাই না। নিজের ভুল স্বীকার করতে ভয় পাই না। আমি সরি বলতেও ভয় পাই না। আমার যদি কোনো বিষয়ে ভিন্ন মতামত থেকে থাকে, তা হলে সেটা বলতে পিছপা হই না।

- Advertisement -

Related Articles

Latest Articles