4.1 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

টাইম আউট ব্যাপারটা আছে

টাইম আউট ব্যাপারটা আছে
জীবনের সবকিছুতে টাইম আউট ব্যাপারটা আছে

জীবনের সবকিছুতে টাইম আউট ব্যাপারটা আছে। যেমন, এই লেখাটা যদি অপ্রাসঙ্গিকভাবে দীর্ঘায়িত হয়ে যায়, তখন অনেকে না পড়ে স্কিপ করে চলে যাবেন। কারন অযথা সময় নষ্ট কেন করবেন?
.
প্রতিটি খেলায় টাইম আউট আছে, থাকবে। ফুটবল (সবচেয়ে বেশি), ক্রিকেট, টেনিস, এথলেটিক্স, দাবা, এমন কি লুডু খেলাতেও বেশি দেরি করে চাল দিলে সেটা বাতিল।
.
ক্রিকেটাররা সবাই এ সম্পর্কে অবহিত। কারন অনেক বোলার ব্যাটসম্যান কে বেশি টাইম দিতে চায় না, আবার অনেক ব্যাটসম্যানও চায় না বোলার বেশি আরামদায়ক অবস্থানে থাকুক।
.
রুলস হলো রুলস।
এখানে আবেগের কোন জায়গা নেই। হেলমেট চেক না করে, সমস্যা নিয়ে মাঠে ঢোকাটাও আানস্মার্ট কাজ। এখানে প্রফেশনালিজম অনুপস্থিত। আমি দেখছি যে ব্যাটসম্যান সময় নষ্ট করছে, আপিল করলে আউট হতে যাবে নিয়ম অনুযায়ী; তবুও আমি চুপ করে বসে থাকব? এরকম ভালোমানুষী (না কি বোকামি?) করাটাও অ-খেলোয়ারসুলভ আচরণ। কারন একটা অনিশ্চয়তার খেলায় ভালোমানুষী করতে গিয়ে হেরে গেলে তখন? যেখানে অনেকে চালাকি করে বল খুঁচিয়ে নষ্ট করে, ইচ্ছে করে পিচ নিজেদের ফেভারে বানিয়ে রাখে!
টাইম আউট আপিল করাটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে।
.
সাকিব উচিত কাজ করেছে, কি করেনি; সেটার বিবেচনার ভার আপনাদের হাতেই থাকলো।

অটোয়া, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles