9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন রাজ্জাক

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন রাজ্জাক - the Bengali Times
পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন

সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক বিশ্বকাপ পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে বেশ সরব। বেশ কিছুদিন ধরে বাবর আজমসহ দলের প্রত্যেকেরই সমালোচনা করছেন রাজ্জাক।

মঙ্গলবার বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে পিসিবির সমালোচনায় রাজ্জাক টেনে এনেছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এ নিয়ে বিতর্ক শুরু হতেও দেরি হয়নি। শেষ পর্যন্ত এ ঘটনায় ক্ষমাই চাইতে হলো রাজ্জাককে।

- Advertisement -

এক ভিডিও বার্তায় রাজ্জাক বলেছেন, ‘আমি আবদুল রাজ্জাক। গতকাল সংবাদ সম্মেলনে আমরা ক্রিকেট কোচিং ও তার উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। সেখানে ভুল করে আমি ঐশ্বরিয়া রাইয়ের নাম নিয়েছি। ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাই। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্যে ছিল না। আমার অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল। ভুল করে তাঁর নাম নিয়ে ফেলেছি।’

সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে পিসিবির আরও উদ্যোগী হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে ঐশ্বরিয়ার উদাহরণ টেনেছিলেন রাজ্জাক। তিনি বলেছিলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’

রাজ্জাক যখন এ মন্তব্য করেন, তখন তার দুই পাশে ছিলেন শহীদ আফ্রিদি ও উমর গুল। রাজ্জাককে তারা থামানোর চেষ্টা করেননি, উল্টো দুজনেই হেসে দিয়েছেন এবং একই সঙ্গে দিয়েছেন হাততালি। সেই ঘটনা নিয়ে আফ্রিদিও পরে মুখ খুলেছেন। পাকিস্তানের এই কিংবদন্তি অলরাউন্ডার দাবি করেছেন, তিনি তখন রাজ্জাকের কথা বুঝতে পারেননি। আফ্রিদি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ‘বাসায় ফেরার পর আমি ভিডিও ক্লিপ দেখেছি। বুঝতে পেরেছি রাজ্জাক ভুল বলেছে। যেহেতু সে ভুল বলেছে, আমি তাকে ক্ষমা চাওয়ার জন্য বার্তা পাঠাব।’

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) নিজের অবস্থান পরিষ্কার করেছেন গুলও। তিনি লিখেছেন, ‘আবদুল রাজ্জাকের কথাকে সমর্থন করে আমি করতালি দিইনি। এটা নৈতিকভাবে ঠিক নয়। সবার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। যিনি আলোচনার কোনো অংশই নন, তার নাম নেওয়া ভুল।’

- Advertisement -

Related Articles

Latest Articles