14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ক্ষমা চাওয়া পোস্ট মুছে ফেললেন তিশা

ক্ষমা চাওয়া পোস্ট মুছে ফেললেন তিশা - the Bengali Times
তানজিন তিশা

গত কয়েক দিন ধরেই আলোচনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার আত্নহত্যার চেষ্টা বা অসুস্থতা নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় অভিনেত্রী মুঠোফোনে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে মেজাজ হারিয়ে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দেন। সাংবাদিকদের আইনের আওতায় আনা,সাংবাদিকদের চাকরিচ্যুত করাসহ সর্বোচ্চ ক্ষমতা দেখাবেন বলে জানান এই অভিনেত্রী। তবে এ বিষয়টি নিয়ে আজ দুপুরে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তার ভেরিফায়েড আইডিতে এক পোস্ট করেন তিশা।

কিন্তু কিছুক্ষণ রেখে বিকেলের দিকে সেই পোস্ট ডিলেটও করে দেন তিনি।

- Advertisement -

তিশার এই আচরণের কারণ জানতে কথা হয় অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিমের সঙ্গে। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘তিশার এই পোস্ট দেখে আমরা খুশী হয়েছিলাম। কারণ তিশার ওই ধরনের কথা শুনে আমরা কিছুটা বিরক্ত হয়েছিলাম।

সাংবাদিকদের সঙ্গে এভাবে কথা বলতে পারে না। সে যে ধরনের কথা বলেছে সেটা কোনোভাবেই শিল্পী সুলভ কথা হতে পারে না। তারপর সে যখন এই পোস্ট দেয়,পোস্টে যেভাবে সে ব্যাখা করেছে তার হতাশা, ডিস্টার্ব মাইন্ড থেকে যে ধরনের কথা বলেছে তার জন্য সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন৷ এটা খুব সুন্দর আঙ্গিকে ক্ষমা চাওয়া ছিল। কিন্ত সেটা কেন ডিলিট করে দিলো আমরা বুঝতে পারছি না।

কোনো কারণে বা ওর পেজ ওর নিয়ন্ত্রণে আছে কিনা জানতে হবে। ওর সঙ্গে কথা বলতে হবে, কারণ শুনতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা গতকাল থেকে একটু বিব্রত ছিলাম ওর কথাবার্তা শুনে। আমাদের একটি বিবৃতি দেওয়ার কথা ছিল। যে কোনো শিল্পীরই উচিত নয় কোন সাংবাদিক কষ্ট পায় এমন কোনো কাজ করা।

আমরা শিল্পী, সাংবাদিক পরম্পরায় কাজ করি। শিল্পীদের জন্য সাংবাদিকরা অনেক কাজ করে। তারাই একটা শিল্পীকে প্রমোট করে। শিল্পীদের কাজের সঙ্গে দর্শকদের যোগাযোগটা করিয়ে দেয়। কোনো সাংবাদিককে হেও করে কথা বলা, সেটা যে কোনো শিল্পীকেই মানায় না, আমরা তা গ্রহণ করতে পারি না। আমি ওর সঙ্গে কথা বলবো।’

এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে হঠাৎই ছড়িয়ে পড়ে তিশার আত্মহত্যাচেষ্টার খবর। গুঞ্জন ছড়ায়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জের ধরে বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সাংবাদিকদের পাঠানো এক বার্তায় জানানো হয়, সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন অভিনেত্রী তানজীন তিশা।

- Advertisement -

Related Articles

Latest Articles