8.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন, তিন বগি পুড়ে ছাই

যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন, তিন বগি পুড়ে ছাই - the Bengali Times

সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা ট্রেনে অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে ট্রেনটি দাঁড়ালে সেটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে যমুনা ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস রাত ১টায় সরিষাবাড়ি স্টেশনে পৌঁছে।

- Advertisement -

এর কিছুক্ষণ পরে তারাকান্দি স্টেশনের ছেড়ে যাওয়ার সময় ট্রেনের ‘খ’ বগিতে ধোয়া দেখতে পায় ট্রেনের যাত্রীরা। এ সময় তাদের চিৎকারে ট্রেন থামানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়রা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -

Related Articles

Latest Articles