0.3 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

আসল খেলা হবে নির্বাচনের পর: শামীম ওসমান

আসল খেলা হবে নির্বাচনের পর: শামীম ওসমান

রবিবার বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান

বিএনপি-জামায়াত বাংলাদেশকে একটা কলোনী বানাতে চায় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেছেন, ‘ওরা বাংলাদেশ ও পদ্মাসেতু নিয়ে দুর্নীতির অভিযোগ করল বিশ্বব্যাংকে। সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। অবশ্য এটা ভালই হয়েছে।

প্রধানমন্ত্রী আজ নিজের টাকায় পদ্মাসেতু করেছেন। দেশে বড় বড় মেগা প্রজেক্টগুলো হচ্ছে। বিএনপি-জামায়াতের সাথে আসল খেলা হবে নির্বাচনের পর।’

- Advertisement -

আজ রবিবার বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮নং ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা।

শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী সাচ্চা মুসলমান। তিনি ফিলিস্তিনের ঘটনার প্রতিবাদ করেছে। তিনি জাতীয় শোক ঘোষণা করেছেন, আমেরিকা দূতাবাসের পতাকাও অর্ধনর্মিত রাখতে হয়েছে। আমেরিকা ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না কেন।

ফখরুল ফিলিস্তিন ইস্যুতে তারেক রহমানকে বলল আমাদের প্রতিবাদ করা উচিত। তখন তারেক রহমান বলেছে ফখরুল সাহেব চুপ থাকেন! কেন, ওদের বিদেশি প্রভুরা রাগ করবে।’

অনুষ্ঠানে স্থানীয় ভোটারদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমাকে মানুষের ঘরে যাওয়ার সুযোগ করে দিয়েন। এত মানুষ আমার ভাল লাগে না। আমি মানুষের মনের ভেতর জায়গা করতে চাই।

উন্নয়ন প্রজেক্ট আমি আনতে পারব, তবে একটা জিনিস পারব না। সেটা হল মাদক ও সন্ত্রাস।’

এলাকার মাদক সমস্যা নির্মুলের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদেরও খারাপ লোক আছে। এবার আর কাউকে ছাড় দেব না। আমি আল্লাহর ঘরে গিয়ে ওয়াদা করেছি চেষ্টা করব, তবে আমি একা পারব না। আপনাদের নিয়ে মাদক সমস্যা নির্মূল করতে চাই।’

অপরাধকারীদের ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে শামীম ওসমান বলেন, ‘আমাকে হয়ত মারার চেষ্টা করছে। শামীম ওসমান মৃত্যুকে ভয় করে না। আমরা তো ১৬ জুন মারা গেছি। সুতরাং এসকল খারাপ কাজ যারা করে তারা আর ছাড় পাবে না। শেখ হাসিনা কত কঠোর হতে পারে, আমরা কত কঠোর হতে পারি সেটা ৭ তারিখের পর দেখবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles