14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

চুমু খেলে কি ঠোঁট ফাটা কমে?

চুমু খেলে কি ঠোঁট ফাটা কমে? - the Bengali Times

ছবি সংগৃহীত

ভ্যাসলিন— বোরোলিন কিংবা লিপ বাম। ফাটা ঠোঁট থেকে বাঁচতে শীত এলেই সবার পকেটে, ব্যাগে এদের উপস্থিতি। তবে বিশেষজ্ঞরা অন্য কথাও বলেন। কেউ যদি নিয়মিত গভীর চুমু খায় তাহলে শীত এলেও ঠোঁট ফাটবে না!

বিষয়টি একটু খোলসা করে বলা যাক। উত্তরের হাওয়া এখনো শহরের আনাচ-কানাচে ছড়িয়ে পড়েনি। কিন্তু অনেকেই ইতোমধ্য়ে ত্বকে শীতের টান অনুভব করছেন। অনেকের ঠোঁট ফাটছে। বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই সর্তক থাকুন। ঠোঁট বেশিমাত্রায় ফাটার আগেই শুরু করে দিন ঠোঁটের চর্চা।

- Advertisement -

তাদের মতে, চুমু ঠোঁটের সবচেয়ে ভালো ব্যায়াম। গভীর চুমু খেলে রক্ত সঞ্চালন বাড়ে। আর এতে ঠোঁটের স্বাস্থ্যও ভালো থাকে। তবে বিষয়টি এখানেই শেষ নয়— চুমুর সময় সঙ্গীর স্যালাইভা ঠোঁটে লাগলে তা ঠোঁটের চামড়ার শুষ্কতা দূর করে। আর শুষ্কতা দূর হলেই ঠোঁট ফাটবে কম।

বিশেষজ্ঞদের মতে, চুমু খাওয়ার সময় কিছুক্ষণ উপরের ঠোঁটে ঠোঁট রাখুন। তারপর ঠোঁট রাখুন নিচের ঠোঁটে। এমন লিপ এক্সারসাইজে নরম হবে ঠোঁটের ত্বক। আবার রাতে ঘুমানোর আগে একটু ভ্যাসলিন বা বোরোলিন মেখে নিলে ঠোঁট আরও সুন্দর হয়ে উঠবে।

- Advertisement -

Related Articles

Latest Articles