9.5 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

‘এই প্রশ্নটা তিনি নারীকে করতে পারেন না’ : তানজিন তিশা

‘এই প্রশ্নটা তিনি নারীকে করতে পারেন না’ : তানজিন তিশা - the Bengali Times

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে গিয়ে অভিযোগ দিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আজ সোমবার বিকেলে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গে দেখা করে আইনি সহায়তা চান এই অভিনেত্রী।

- Advertisement -

ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তানজিন তিশা বলেন, ‘ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা যারা সাইবার বুলিং এবং নানা ধরনের হ্যারেজমেন্টের শিকার হই, তারা এখানে এসে সহায়তা চান। বিশেষ করে তারকারা এখানে আসেন। হারুন স্যারের সাহায্য নেন। আমিও তার ব্যতিক্রম নই। আজকে আমি আপনাদের কারণে তারকা, আপনারাও আমাদের জন্য। আমি তানজিন তিশা আজকে এখানে এসেছি শুধুমাত্র শেষ কদিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি এ কারণে।’

সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকির প্রশ্নে তিশা বলেন, ‘একজন স্পেসিফিক সাংবাদিককে আমি ওই কথা বলেছি, সবাইকে বলিনি। এক সাংবাদিকের টেক্সট পেয়ে আমি তাকে ফোন কল করি। তার টেক্সটা নারী হিসেবে আমার কাছে বেশ সেনসেটিভ লেগেছে। এই প্রশ্নটা তিনি নারীকে করতে পারেন না। আমি মনে করি, এটা সাংবাদিকের ইথিক্সের মধ্যে পড়ে না।’

তিশা আরও বলেন, ‘সে কী প্রশ্ন করেছে, সেটা আমি এতগুলো মানুষের সামনে মুখে আনতে পারব না। তবে আপনারা পারসোনালি দেখতে চাইলে দেখাতে পারব।’

অভিনেত্রী পাল্টা প্রশ্ন করেন, ‘তারকা ও সাংবাদিক একে অপরের সহকর্মী। তাহলে সে কীভাবে এমন প্রশ্ন করলেন? প্রশ্নটি পেয়ে আমি তাকে ফোন কল করি। আমি হাইপার হয়ে যাই। তখন আমি ওই সাংবাদিককে স্পেসিফিকভাবে কিছু কথা বলেছি। সব সাংবাদিককে বলিনি।’

এর আগে গত বুধবার মধ্যরাতে হঠাৎই ছড়িয়ে পড়ে তিশার আত্মহত্যা চেষ্টার খবর। গুঞ্জন ছড়ায়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জটিলতার জের ধরে বাসায় ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। সেই বিষয়টি নিয়েই অভিনেত্রী মোবাইলে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। আইনি প্রভাব খাটানোর কথা বলে হুঁশিয়ারিও দেন। পরে অবশ্য ভুল বুঝতে পেরে ফেসবুক পোস্টের মাধ্যমে সাংবাদিকদের কাছে ক্ষমাও চান।

এদিকে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর একদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিশা। এরপর বৃহস্পতিবার রাতে ফেসবুকে লাইভে এসে অভিনেত্রী দাবি করেন, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি।

তিশা জানান, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন ঠিকই, তবে তা ঘুমানোর জন্য, আত্মহত্যার জন্য নয়। কিন্তু ওষুধের ডোজ বেশি হয়ে যাওয়ায় তিনি বমি করতে থাকেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নিয়ে তাকে ওয়াশ করা হয়।

তবে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে পরিষ্কার করে কিছু জানাননি। সম্পর্কের কথা স্বীকার করেননি আবার অস্বীকারও করেননি। রেখে দেন রহস্য। বলেন, ‘ফারহানের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি ব্যক্তিগত। সেসব নিয়ে কোনো কথা বলব না।’

- Advertisement -

Related Articles

Latest Articles