9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

৭২ বারের চেষ্টাতেও অন্তঃসত্ত্বা হননি স্ত্রী, প্রতিবেশীর বিরুদ্ধে মামলা!

৭২ বারের চেষ্টাতেও অন্তঃসত্ত্বা হননি স্ত্রী, প্রতিবেশীর বিরুদ্ধে মামলা! - the Bengali Times
ছবি প্রতীকী

প্রতিবেশী যুবককে দায়িত্ব দিয়েছিলেন স্ত্রীকে অন্তঃসত্ত্বা করার। সেই কাজটি একেবারেই করতে পারেননি ওই যুবক। তাই তার নামে মামলা করলেন স্বামী। জার্মানির বাসিন্দা বছর ২৯-এর যুবক দমিত্রাস সুপলাসের তরফে এমন মামলা পেয়ে বিস্মিত পুলিশও।

বিয়ের পর দমিত্রাস জানতে পারেন- তিনি কোনোদিন বাবা হতে পারবেন না। কিন্তু স্ত্রী ট্রটে তাকে সন্তানের জন্য চাপ দিতেন। ট্রটে চেয়েছিলেন স্বাভাবিক নিয়মে তাদের সন্তান হোক। স্বামীর অক্ষমতার কথা জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন। দমিত্রাস বুঝতে পারছিলেন না কী করবেন। সারোগেসির মাধ্যমে সন্তান নিতে চাইছিলেন ট্রটে। অগত্যা অন্য পরিকল্পনা করেন দমিত্রাস।

- Advertisement -

ওই দম্পতির বাড়ির পাশেই থাকেন ৩৪ বছর বয়সী মাউস। তিনি দুই সন্তানের বাবাও। অন্য কোনো রাস্তা না পেয়ে দমিত্রাস প্রতিবেশী যুবককে এ কাজের ভার দেন। ট্রটের গর্ভে সন্তান আসার পর মাউসকে বেশ মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাও বলেছিলেন।

চুক্তি হওয়ার পরের দিন থেকেই কাজে লেগে পড়েন ওই যুবক। সপ্তাহে এক দিন একান্ত সময় কাটাতেন ট্রটে আর মাউস। তার পর কেটে গেছে ৬ মাস। কিন্তু বিধাতা বোধ হয় দমিত্রাস আর ট্রটের ললাটে সন্তানসুখ লেখেননি। ৭২ বারের প্রচেষ্টায়ও গর্ভধারণ করতে পারেননি ওই তরুণী।

দমিত্রাসের পূর্ণ আস্থা ছিল মাউসের ওপর। তিনি ধরেই নিয়েছিলেন, সন্তানের শরীরে তার রক্ত না বইলেও ‘বাবা’ ডাক তিনি শুনতে পাবেন। কিন্তু মাস ছয়েক পরে যখন তার পরিকল্পনা ব্যর্থ হলে, সব রাগ গিয়ে পড়ল প্রতিবেশীর ওপর। দায়িত্ব দিয়েও সেই কাজ ঠিকমতো করতে না পারার অভিযোগে সোজা মামলা করে বসলেন ওই যুবকের বিরুদ্ধে।

- Advertisement -

Related Articles

Latest Articles