
সেমিফাইনালে দারুণ বল করে দলকে একা হাতেই জেতান মোহাম্মদ শামি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়ে বিশ্বকাপ হাতছাড়া হয়েছে ভারতের।
বিশ্বকাপ ভারতের হাতছাড়া হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই একাধিক ইঙ্গিতবাহী পোস্ট করে ফেলেছেন শামির সাবেক স্ত্রী হাসিন জাহান। খবর আনন্দবাজার অনলাইনের।
শামির নাম উল্লেখ না করেই হাসিন বলেন, ‘ভালো মানুষদের সঙ্গে আখেরে ভালোই হয়, শেষপর্যন্ত তারাই জেতেন।’ এবার নতুন এক পোস্টে হাসিন লিখেছেন, ‘অভিশাপ ফলতে সময় লাগে!’ এই পোস্টের নিশানাতেও তো তার সাবেক স্বামী শামিই?
হাসিন আরও লেখেন, ‘আমার প্রার্থনারই যদি এত জোর হয়, তাহলে ভাবুন আমার অভিশাপের তেজ কত! আর এটা তো জানা কথা… প্রার্থনা আর অভিশাপ, দুটোই ফলতে সময় লাগে।’ এর আগে একটি পোস্টে শাহরুখ খানের একটি জনপ্রিয় সংলাপ ব্যবহার করে হাসিন বলেন, ‘জীবনে যতই দুঃখ আসুক, যতই সুখ আসুক, যতই উত্থান আসুক, যতই পতন আসুক, শেষপর্যন্ত ভালো লোকেরাই জেতে।’ শামির নাম উল্লেখ না করলেও হাসিনের নিশানায় যে ছিলেন ভারতীয় বোলারই, তা বুঝতে অসুবিধা হয়নি নেটাগরিকদের।