
ফিল্মমেকার রিয়াজ হাবিবের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৩৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সেকেন্ড-ডিগ্রি মার্ডারে উন্নীত করা হয়েছে। টরন্টো পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
হাবিবের মরদেহ গত ৮ জুন ৫৪ ইস্ট লিবার্টির একটি টাউনহাউসের গার্বেজ থেকে উদ্ধার করা হয়। নিখোঁজের কয়েকদিন পরই তার মরদেহটির সন্ধান মেলে। এ ঘটনায় টরন্টোর বাসিন্দা খোয়া ট্র্যানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মৃতহেদ অসম্মান ও বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়। গত ৪ নভেম্বর পুলিশ তার বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি মার্ডারের অভিযোগ আনে।
হাবিব এ সময় তার প্রথম ফিচার ফিল্ম ফ্যাট লেডি শ্রীরাচার পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করছিলেন। হাবিবকে একজন মেধাবি গল্পকার ও ফিল্মমেকার আখ্যায়িত করে কানাডিয়ান ফিল্ম সেন্টার এক বিবৃতিতে বলেছে, সিএফসি এবং কানাডার সৃষ্টিশীল কমিউনিটির জন্য এটা বড় ক্ষতি। অনেকই রিয়াজের অনুপস্থিতি তীব্রভাবে অনুভব করবে।
হাবিব ও ট্র্যানের মধ্যে কোনো সম্পর্ক থেকে থাকলে সেটা কী ধরনের সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি এ ঘটনার তদন্তকারীরা।