
ছেলে আরিয়ান খান মাদক মামলায় জড়ানোর পর থেকে সাংবাদিকদের ক্যামেরায় দেখা যায়নি বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুখ। নিজেকে যতটা আড়াল করে চলা যায় সেভাবেই চলছেন কিং খান। তবে রোববার ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ, কিন্তু দেখা গেলো না তার মুখ। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠতে ছাতা দিয়ে শাহরুখকে ঘিরে ফেলেন তার সহযোগীরা। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, বিশেষ মিটিংয়ের জন্য শনিবার প্রাইভেট প্লেনে তার টিমের সঙ্গে দিল্লি গিয়েছিলেন বলিউড বাদশা। মিটিং শেষে রোববার মুম্বাই ফিরেছেন তিনি। তবে বিমানবন্দরে তার আগমন ঘিরে দেখা যায় রহস্য। রোববার বিকেলে মুম্বাইয়ের প্রাইভেট বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে ছিল কিং খানেরে গাড়ি। নজরে পড়ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষীরা। কিং খান বিমানবন্দর থেকে বের হলেন ঠিকই কিন্তু তার মুখ দেখা গেলো না। বিমানবন্দরের ভেতর থেকে তাকে কালো ছাতায় ঢেকে বাইরে নিয়ে এলেন দেহরক্ষীরা। কালো ছাতার আড়ালেই দ্রুত গাড়িতে উঠে পড়লেন শাহরুখ।
এদিন একা ছিলেন না অভিনেতা। তার সঙ্গে আরও একজন ছিলেন। তবে সেই ব্যক্তির পরিচয় স্পষ্ট নয়। তবে ছাতার আড়ালে থাকা ব্যক্তি স্বয়ং শাহরুখ খান নাকি তার পরিবারের অন্য কেউ, তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।