16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মাঝরাস্তায় গাড়ি রেখে ঘুম, গ্রেপ্তার হলেন টিফানি হাডিশ

মাঝরাস্তায় গাড়ি রেখে ঘুম, গ্রেপ্তার হলেন টিফানি হাডিশ - the Bengali Times

কৌতুক অভিনেত্রী টিফানি হাডিশ

আইন লঙ্ঘন করে গাড়ি চালানোর অভিযোগে কৌতুক অভিনেত্রী টিফানি হাডিশকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বেভারলি হিলস পুলিশ।

বেভারলি হিলস পুলিশ সকাল ৫.৪৫ মিনিটের দিকে স্থানীয় লোকদের একটি কল পাওয়ার পরে অভিনেত্রী আটক করে। পুলিশের ভাষ্যমতে, বেভারলি ড্রাইভের মাঝখানে হাডিশ তার গাড়ি থামিয়ে রাখেন।

- Advertisement -

তখন গাড়ির ইঞ্জিন চালু ছিল। পেছনের সিটেই ঘুমিয়ে পড়েন অভিনেত্রী। কৌতুক অভিনেত্রীকে ডিইউআই আইনে অর্থাৎ অ্যালকোহল বা মাদক জাতীয় পদার্থ খেয়ে কিংবা ভারসাম্যহীন অবস্থায় গাড়ি চালানোর ফৌজদারি অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে যে হাডিশ শনিবার মুক্তি পেতে পারে।

তবে এ প্রসঙ্গে হাডিশ বা তার প্রতিনিধির কেউই কোনো বক্তব্য দেননি এখনো।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতেও জর্জিয়ায় ডিইউআই আইনের অধীনে গ্রেপ্তার হয়েছিলেন হাডিশ। ৪ ডিসেম্বর পূর্ববর্তী সেই চার্জের বিচারে যাওয়ার কথা রয়েছে হাডিশের।

এমি এবং গ্র্যামি বিজয়ী হ্যাডিশ বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসের লাফ ফ্যাক্টরিতে পারফর্ম করেছেন।

এটি ছিল কমিউনিটির জন্য কমেডি ক্লাবের ৪৩তম বার্ষিক ‘থ্যাঙ্কসগিভিং’ আয়োজন।
হাডিশ কমেডি চলচ্চিত্র ‘গার্লস ট্রিপ’সহ ‘নাইট স্কুল’, ‘লাইক এ বস’ এবং ‘দ্য কিচেন’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নিউইয়র্ক টাইমসের সেরা বিক্রিত বই ‘দ্য লাস্ট ব্ল্যাক ইউনিকর্ন’ লিখেছেন, যা গ্র্যামি মনোনয়ন অর্জন করেছিল।

২০১৮ সালে, হাডিশ ‘স্যাটারডে নাইট লাইভ’-এ তার উপস্থিতির জন্য একটি এমি পুরস্কার এবং ২০২১ সালে তার বিশেষ ‘ব্ল্যাক মিৎজভা’-এর জন্য একটি গ্র্যামি পুরস্কার জিতেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles