17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শবনম ফারিয়াকে বিয়ের প্রস্তাব ভক্তের!

শবনম ফারিয়াকে বিয়ের প্রস্তাব ভক্তের! - the Bengali Times
শবনম ফারিয়া

শবনম ফারিয়া আলোচনা কিংবা সমালোচনা কোনোটারই কেন্দ্রে নেই অনেকদিন। ব্যস্ত সময় কাটাচ্ছেন পড়াশোনায়। তবে সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই ঢুঁ মেরে যান তিনি। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে মাঝেমাঝে খুব কম সময়ের জন্য দেখা মেলে তার।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও তেমনটাই কম বেশি আসেন। সে অর্থে থাকা হয় না। অন্তত তার অ্যাক্টিভিটি অনুসরণ করলেই বোঝা যায়। এরমধ্যেও নেটিজেনরা তাকে নজরে রেখেছেন। দুদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও বানিয়েছে ছেড়েছেন দেবী খ্যাত অভিনেত্রী। সেখানে তার শিশুকালের ছবিও জুড়ে দিয়েছেন।

- Advertisement -

আর তাতেই যেন ভক্ত-নেটিজেনরা ফারিয়াকে একের পর এক বিয়ের প্রস্তাব দিয়ে যাচ্ছেন।

ওই ভিডিওতে এক একজন তো রীতিমতো ফারিয়াকে বৌ হিসেবে সম্বোধন করে বসেছেন। লিখেছেন, এক কথায় অসাধারণ আমার কলিজা বউ তৃপ্তি। তোমার অসাধারণ হাসি আমাকে মুগ্ধ করে আলহামদুলিল্লাহ। তুমি যে আর কারো না কলিজা। তুমি আমার সবসময় ইনশাআল্লাহ। আমি তোমার দিকে চেয়ে থাকি প্রিয়। আমি তোমাকে অনেক ভালোবাসি আল্লাহ জানেন।

আরেকজন বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন। লিখেছেন, উইল ইউ ম্যারি মি? অর্থাৎ, আমাকে বিয়ে করবে? আরেকজন লিখেছেন, আই লাভ ইউ মিষ্টি মেয়েটা। সাব্বির নামের একজন লিখেছেন, আই জাস্ট লাভ শবনম।

 

- Advertisement -

Related Articles

Latest Articles