
ছবি সংগৃহীত
স্ত্রীর ঘুষিতে ৩৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জন্মদিন উদযাপনে দুবাই ঘুরতে নিয়ে না যাওয়ায় অভিযুক্ত নারী স্বামীকে ঘুষি মেরেছেন। এতেই তার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভারতের মহারাষ্ট্রের পুনেতে ওয়ানাবদি এলাকার অভিজাত আবাসিক সোসাইটিতে ওই দম্পতির অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম নিখিল খান্না। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ছয় বছর আগে রেনুকার সঙ্গে তার বিয়ে হয়ে। তাদের প্রেমের বিয়ে ছিল।
ওয়ানাবদি থানার একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, রেনুকার জন্মদিন পালন করতে তাকে দুবাই নিয়ে যায়নি নিখিল। সেইসঙ্গে জন্মদিনে ও বিবাহবার্ষিকীতে দামী কোনো উপহার দেয়নি নিখিল। এছাড়া জন্মদিন পালনে আত্মীয়দের সঙ্গে দেখা করতে দিল্লি যেতে চেয়েছিলেন রেনুকা। এতেও বাধা দেন নিখিল।’
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, দুইজনের ঝগড়ার সময় রেনুকা নিখিলের মুখে ঘুষি মারেন। এত জোরে ঘুষি মারেন যে নিখিলের নাক ও কয়েকটি দাঁত ভেঙে যায়। এতে প্রচুর রক্তপাত হয় এবং নিখিল অজ্ঞান হয়ে পড়েন।
পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় মামলা দায়ের করেছে এবং রেনুকাকে গ্রেপ্তার করেছে।