7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

ফেলের ভয়ে আত্মহত্যা, ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থী

ফেলের ভয়ে আত্মহত্যা, ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থী
শিক্ষার্থীর মরদেহ নিতে পরিবারের সদস্যরা কেশবপুর থানায় ভিড় জমান

যশোরের কেশবপুরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফেল করার ভয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। ফলাফল প্রকাশিত হওয়ার পর জানা গেল ওই ছাত্রী ৪ দশমিক ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রীর নাম তামান্না আক্তার তমা (১৮)।

- Advertisement -

তিনি ওই গ্রামের জাহিদ হোসেন বাবুর মেয়ে।

স্থানীয়রা জানান, চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কেশবপুরের পাঁজিয়া মহাবিদ্যালয় থেকে তামান্না আক্তার তমা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা দেওয়ার পর থেকে তার ভেতর ফেল করার ভয় ছিল। পরীক্ষার বিষয়ে সে সব সময় বিষণ্ণ থাকত।

আজ রবিবার সকালে পরীক্ষার ফলাফল ঘোষণার আগে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তমা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, তামান্না আক্তার তমা এ বছর বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। বোর্ডের ঘোষিত ফলাফলে তমা ৪ দশমিক ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

তার রোল নাম্বার-৩৫৯৯০১।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) আহসানুল মিজান রুমি জানান, মৃত অবস্থায় কলেজছাত্রীকে হাসপাতালে আনা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, পরীক্ষায় অকৃতকার্য হতে পারে এমন হতাশায় কলেজছাত্রী আত্মহত্যা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles