9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

প্রকাশ্যে এসে মান্না বললেন, ‘আমি দালাল না’

প্রকাশ্যে এসে মান্না বললেন, ‘আমি দালাল না’ - the Bengali Times

গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না ছবি সংগৃহীত

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী জোট গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না বেশ কিছুদিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এসেছেন। তাকে নিয়ে নানা আলোচনার মধ্যে অবরোধের সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসে তিনি বলেন, ‘আমি দালাল না। আমরা রাজনীতির চামচিকা নই, আমরা রাজনীতির কিং।’

রবিবার সমাবেশে সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম।

- Advertisement -

এখনো আমি পুরো সুস্থ নই। কিন্তু আমাকে নিয়ে নানা আলোচনার কারণে সমাবেশে আসতে বাধ্য হয়েছি। মান্না বলেন, ‘পুরো এক মাস গণতন্ত্র মঞ্চ লাগাতার লড়াই করছে। মিটিং-মিছিলে বিরতি নিইনি।

নাগরিক ঐক্য এই আন্দোলনে আছে। কিন্তু হঠাৎ করে কেউ কেউ গণমাধ্যমে লিখলেন, মাহমুদুর রহমান কোথায়? হঠাৎ করে আমার জন্য এত দরদ! জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব অসুস্থ। আ স ম আব্দুর রব দেশের বাইরে চিকিৎসার জন্য গেছেন। তাঁর বিরুদ্ধেও লেখা হয়েছে যে তিনিও নির্বাচনে অংশ নিতে চান।

মান্না আরো বলেন, একতরফা নির্বাচন আওয়ামী লীগকে নির্বাসনে পাঠাবে। যেইভাবে চেষ্টা করুক, সরকার এ নির্বাচন প্রহসনের বাইরে আর কিছু করতে পারবে না। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বিশ্ববাসী প্রত্যাখ্যান করেছে।

সরকার পতন আন্দোলনে থাকা একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গ টেনে মান্না বলেন, ‘একজন বিরাট মোচওয়ালা জেনারেল এখন এলাকায় যেতে পারেন কি না সন্দেহ। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ।

যারা যা-ই করেন পার পাবেন না।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার চেষ্টা করেছিল না বিভিন্ন দল ভাঙতে, নতুন নতুন দল করতে। খেয়াল করে দেখেন, পাকিস্তান আমলেও কিন্তু রাজাকার পাওয়া গেছে, এবার তো রাজকারও পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ এবার রাজাকার-আলবদরও পায় না। নতুন মনোনয়ন দেবে তা-ও পায় না।’

- Advertisement -

Related Articles

Latest Articles