
নতুন বাড়ি খুঁজছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। মুম্বাইয়ের জুহু এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট খুঁজে পেয়েছেন তারা। সেখানেই সংসার পাতবেন বলিউডের এই আলোচিত তারকা-জুটি।
ভিকি-ক্যাটরিনার হবু প্রতিবেশী বিরাট কোহলী এবং আনুশকা শর্মা। বিয়ের পর যে বহুতলে ভিকিরা থাকবেন, সেখানেই দু’টি তলা জুড়ে থাকেন ‘বিরুষ্কা’। জুহুর ‘রাজমহল’-এর ফ্ল্যাটটি ৬০ মাস অর্থাৎ পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন ভিকি-ক্যাটরিনা। তার আগে নিরাপত্তা-জনিত পুঁজি বাবদ ১ কোটি ৭৫ লক্ষ টাকা জমা রাখতে হবে তাদের।
তারপর প্রথম তিন বছর মাসে আট লক্ষ টাকা ভাড়া। চতুর্থ বছরে প্রত্যেক মাসে ফ্ল্যাটের ভাড়া আট কোটি চল্লিশ লক্ষ টাকা। পঞ্চম বছরে তা বেড়ে দাঁড়াবে মাসিক আট কোটি ৮২ লক্ষ টাকায়।
বলিউডের গুঞ্জন, ইতোমধ্যেই পরিচালক কবীর খানের বাড়িতে বাগদান সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের সানাইও বাজতে নাকি দেরি নেই। বিলাসবহুল বাড়িতে তার পরেই সেজে উঠবে নতুন সংসার!