11.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

আমি রাজনীতিতে ক্লাস ওয়ানের ছাত্র : সাকিব

আমি রাজনীতিতে ক্লাস ওয়ানের ছাত্র : সাকিব
মাগুরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সাকিব

এবারের নির্বাচনে মাগুরা-১ সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মনোনয়ন পাওয়ার পর আজ বুধবার দুপুরে সড়কপথে ঢাকা থেকে নিজ জেলা মাগুরায় গিয়ে পৌঁছান তিনি। তার আগমন উপলক্ষ্যে মাগুরার প্রবেশপথের ১২ কিলোমিটার সড়কের পাশে মানুষের ভিড় ছিল।

মাগুরা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত এক সভায় যোগ দেন সাকিব। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সভায় সাকিব বলেন, ‘মাগুরা-১ আসনের বিষয়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে দিক নির্দেশনা দিয়েছেন। আমি সংসদ সদস্য শ্রদ্ধাভাজন সাইফুজ্জামান শিখরের হাত ধরে এই নির্বাচনি এলাকায় সমস্ত নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে চাই।’

- Advertisement -

তিনি আরও বলেন, ‘আমি ক্রিকেটার হলেও রাজনীতিতে একদম নতুন, ক্লাস ওয়ানের ছাত্র। এজন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আসন্ন সংসদ নির্বাচনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি।’

- Advertisement -

Related Articles

Latest Articles