9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ঢাকার ২০ আসনে ২২৯ মনোনয়নপত্র জমা পড়েছে

ঢাকার ২০ আসনে ২২৯ মনোনয়নপত্র জমা পড়েছে

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে রাজধানী ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২৯ প্রার্থী। বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

- Advertisement -

জানা যায়, ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-২ আসনে। এ আসনে মাত্র পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সর্বোচ্চ ২১টি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-৫ আসনে। এর পরে আছে ঢাকা-১৪ ও ঢাকা-১৮ আসন। এই দুই আসনে ১৬ জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া ঢাকা-১ আসনে ১০ জন, ঢাকা-৩ আসনে ৯ জন, ঢাকা-৪ আসনে ১৩ জন, ঢাকা-৬ আসনে ১১ জন, ঢাকা-৭ আসনে ১১ জন, ঢাকা-৮ আসনে ১৪ জন, ঢাকা-৯ আসনে ১৩, ঢাকা-১০ আসনে ১১ জন, ঢাকা-১১ আসনে ১০ জন, ঢাকা-১২ আসনে ৮ জন, ঢাকা-১৩ আসনে ১১ জন, ঢাকা-১৫ আসনে ৮ জন, ঢাকা-১৬ আসনে ৭ জন, ঢাকা-১৭ আসনে ১৩ জন, ঢাকা-১৯ আসনে ১৩ এবং ঢাকা-২০ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জামা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

- Advertisement -

Related Articles

Latest Articles