
ডিসেম্বরের শীতার্ত শহরে দেখা মিলল জয়া আহসানকে, যেন উত্তাপ ছড়াতে উপস্থিত হয়েছেন দেবী। না বিষয়টা এমন কাব্যিক নয়, জয়া আহসানকে দেখা গেল বোল্ড চেহারায়। কালো জামদানিতে পিঠখোলা, ডিপনেক ব্লাউজে জয়া এলেন, চলচ্চিত্রের দেবী নিজের সাজকে কিংবা নিজেকে জানালেন একরাশ ভালোবাসা।
কিছুই লিখলেন না, এমন কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন যেখানে ভক্তরা যেন ভালোবাসায় গড়াগড়ি খেতে লাগলেন।
নেটিজেনরা মন্তব্য ঢেলে দিচ্ছেন হৃদয় উজাড় করে, তুমি এত সুন্দর কেনো গো? আরেকজন লিখেছেন,সত্যিই জয়া আপনি অনেক সুন্দর। শাড়ি পরা ব্লাউজ ব্যাগ দুল সাথে ফিটনেস এবং আবেদনময়ী লুক সবকিছুই একদম পারফেক্ট কোনো কমতি নেই নারী হয়ে লাকি আপনি…
এমন অজস্র মন্তব্যে ভরে গেছে জয়ার ছবি সম্বলিত পোস্ট।
এদিকে জয়ার প্রথম বলিউড ছবি কড়ক সিং মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও কলকাতার পরিচালক অনুরুদ্ধর নতুন ছবিতে দেখা যাবে তাকে। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।