8.1 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

মহাখালীতে ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ৭

মহাখালীতে ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ৭

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

- Advertisement -

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস কর্মী তানহারুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে দেয়াল ভেঙে যায় এবং আশেপাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles