
চিত্রনায়িকা পরীমণি
নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমণি। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে মিষ্টি কণ্ঠের একটি গান। সেই ভিডিওতে পরীমণিকে দেখা না গেলেও কণ্ঠ শুনে স্পষ্টই বোঝা যাচ্ছে, গানটি তিনিই গেয়েছেন।
নেটিজেনদের প্রশ্ন, ‘আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না’- গানটি গেয়ে পরীমণি আসলে কী বোঝাতে চেয়েছেন; তাহলে কী মন খারাপ তার? গানটি তো মন খারাপেরই! অবশ্য পরীমণি সংবাদমাধ্যমকে বলছেন, ‘না আমার মন খারাপ না, আমার যখন মন খারাপ থাকে, তখন আমি কোনো স্যাড সং শুনিও না, গাইও না।’
অন্ধকার ঘরে জ্বলছে হালকা আলো। আলো-আঁধারিতে কাউকে দেখা যাচ্ছে না। শুধুমাত্র কাঁচের জানলা আর সেই জানলা দিয়ে উঁকি দিচ্ছে ঘুমন্ত ঢাকা শহর। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে, ‘আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না’।
কলকাতার সুরকার রণজয় ভট্টাচার্যের অন্যতম জনপ্রিয় গান ‘মন কেমনের জন্মদিন’। ভারতের পাশাপাশি বাংলাদেশেও গানটি জনপ্রিয়তা পেয়েছে। সে গানটিরই দু’লাইন পরীমণির কণ্ঠে।