
মাদককাণ্ড মামলায় ছেলে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর কাজকর্ম সব বন্ধ রেখেছিলেন শাহরুখ। এমনকি বন্ধ ছিল তার সব ছবির শুটিং। এর মধ্যে দক্ষিণের খ্যাতনামা পরিচালক অ্যাটলির আগামী ছবিও ছিল।
অবশেষে জানা গেলো, খুব শিগগির অ্যাটলির আগামী ছবিতে যোগ দিতে চলেছেন কিং খান। সেই সঙ্গে নয়নতারা আবার কিং খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন।
অ্যাটলির এই ছবির নাম ‘লায়ন’ বলে শোনা যাচ্ছে। জানা গেছে, ছবিটিতে নয়নতারাকে এক তদন্তকারী অফিসারের চরিত্রে দেখা যাবে।
শাহরুখের সঙ্গে তাকে জোর রোমান্স করতেও দেখা যাবে। কিং খান এই ছবিতে বাবা এবং ছেলে দুজনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এছাড়াও ছবিতে অন্য দুই মূল চরিত্রে সানিয়া মালহোত্রা আর প্রিয়ামণিকে দেখা যাবে।