
কলকাতার অভিনেত্রী শর্বরী দাস ছবি শর্বরী দাসের সৌজন্যে পাওয়া
কলকাতার অভিনেত্রী শর্বরী দাস। তবে চলচ্চিত্রের নন। ২০১১ সাল থেকে বিনোদনমাধ্যমে কাজ করছেন তিনি। অভিনয় করেছেন বেশ কিছু সিরিয়াল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
এছাড়া কলকাতায় বিভিন্ন পণ্যর মডেল হয়েছেন। সেখানকার বিলবোর্ডে দেখা মেলে তার।
তবে এই শর্বরীকে নিয়ে আলোচনার কারণ, আগামীকাল ঘোষণা হবে শাকিব খানের নতুন সিনেমার। যেটা পরিচালনার কথা রয়েছে জনপ্রিয় পরিচালক রায়হান রাফির।
ছবিটির নাম ‘অভিনেতা’। তবে সেটা পরিবর্তন হতে পারে বলে বলেও জানা গেছে।
শোনা যাচ্ছে এই ছবির নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন শর্বরী দাস। খবরটি গুজব বলেও উড়িয়ে দিচ্ছেন কেউ কেউ।
তবে সেই গুজবে ঘি ঢেলে দিয়েছে শর্বরীর বাংলাদেশে আগমন। আজ তিনি বাংলাদেশে এসেছেন। থাকবেন আরও দুদিন। তাহলে তিনিই কি হচ্ছেন শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা? সবশেষ মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার ইধিকা পালের পথ ধরে আরও এক কলকাতার নায়িকার সঙ্গে জমবে শাকিবের রসায়ন?
তবে ছবিটির বাংলাদেশী প্রযোজনা প্রতিষ্ঠান চরকি, আলফা আই ও ভারতের এসভিএফ ফিল্মস কেউই খোলাসা করেননি। শর্বরীর বিষয়টি খোলাসা করেননি নির্মাতা রাফিও।
খবরটি সত্যতা জানতে যোগাযোগ করা খোদ শর্বরীর সঙ্গে। তিনিও বিষয়টি উড়ো খবর হিসেবেই চালিয়ে দিতে চান। তাহলে বাংলাদেশে আসার কারণ কি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বেড়াতে এসেছি। আমার মায়ের বাড়ি খুলনায়। সুযোগ পেলে সেখানে যাবো। আর বাংলাদেশে এর আগেও দুবার এসেছি। বেড়িয়েছি। কিন্তু এবার কেন সবাই এটা বলছে বুঝতে পারছি না।’
শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কিনা এমন প্রশ্নে শর্বরী হ্যা না কিছুই বললেন না। শুধু বললেন, ‘শাকিব খানের আমি অনেক বড় ফ্যান। তার বিপরীতে অভিনয়ের অফার আসলে সাথে সাথে রাজি হয়ে যাবো। তার সবশেষ ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখেছি। খুব টাচি সিনেমা। খুব ভালো লেগেছে আমার।’
শর্বরী বলেন, ‘সবকিছু সময় মতোই জানতে পারবেন। কাজ হলে তো জানবেনই। লুকানোর কিছু নেই।’
এদিকে পরিচালক রায়হান রাফি জানিয়েছেন, আগামীকাল নতুন সিনেমার ঘোষনার পাশাপাশি নতুন লুকও প্রকাশ পাবে। কালই সব বিস্তারিত বলব।’