9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বিরাটের প্রেমে পড়ার কারণ জানালেন আনুশকা

বিরাটের প্রেমে পড়ার কারণ জানালেন আনুশকা - the Bengali Times
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বিয়ের ছয় বছর পার করলেন। বিয়ের পর থেকেই অল্প অল্প করে সিনেমায় কাজ কমিয়েছেন অভিনেত্রী। স্বামী-সন্তান পরিবার— এ নিয়ে রয়েছেন তিনি। ২০২১ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান ভামিকার। ফের সন্তানসম্ভবা হয়েছেন অভিনেত্রী। বিয়ের ষষ্ঠবার্ষিকীতে বিরাটের প্রেমে পড়ার কারণ জানান আনুশকা। চলতি বছরের ইন্ডিয়ান স্পোর্টস অনার্সের রেড কার্পেটে উপস্থিত হন এই তারকা দম্পতি।

এ অনুষ্ঠানে বিরাটকে জিজ্ঞেস করা হয় যে, তাদের মধ্যে কে সমস্ত জরুরি দিন মনে রাখেন। উত্তরে তিনি বলেন, ‘আমার স্মৃতি একটু বেশিই ভালো, ও আমায় এত জরুরি দিন মনে রাখার জন্য দেয় যে কী বলব। তাও আমি সেসব দিন মনে রাখি। তারপরও যদি আমি কোনো কিছু ভুলে যাই, কোনো দিন যদি মিস করে ফেলি ও সেটা মনে করিয়ে দেয় আগে ভাগেই।’

- Advertisement -

এটার উত্তরে আনুশকা বলেন, ‘আমরা সম্পর্কে জড়ানোর আগে ওর যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছিল সেটা হলো ওর স্মৃতিশক্তি। আর সেটা দেখেই আমি মনে মনে বলেছিলাম এটা আমায় সাহায্য করবে।’ বরের প্রশংসা করেই হেসে ওঠেন অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles