
খুলনায় কুকুরের মাংস বিক্রির অভিযোগ আটকৃতরা
খুলনায় খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত একটি ভবন থেকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- নগরীর ডলার হাউজ মোড় এলাকার তাজ (১৬), খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন ২৩-এর বাসিন্দা মো. আবু সাইদ (৩৭), ২ নম্বর নেভি গেট এলাকার মো. সিয়াম (১৬) ও চরের হাট এলাকার প্রেম সরদার (১৬)। তবে এ ঘটনার সঙ্গে জড়িত আরমান ও উৎস নামের দুজন পলাতক রয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে কুকুর জবাই করে খাসির মাংস বলে প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি করে আসছিল। এর আগেও তারা এ কাজ করেছে। আজ বিকালেও রাস্তা থেকে কুকুর ধরে নিয়ে বিক্রির জন্য জবাই করে। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।