
হলান্ড বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বের কারণে ফরিদপুর সদরের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থীতা বাতিল হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে। তবে একে আজাদের বিরুদ্ধে একই অভিযোগে করা আপীল নাকচ করা হয়েছে কারণ অভিযোগটি ছিল মনগড়া, ধারনার ভিত্তিতে।
তারা ধরে নিয়েছিল হয়তো একে আজাদের মার্কিন নাগরিকত্ব রয়েছে এবং সেই ধারনার ভিত্তিতে আপীল করে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল খুঁজে দেখতে! নির্বাচন কমিশনের খুঁজে দেখার সময় নাই। সঠিক ও সুনির্দিষ্ট তথ্য ছাড়া অভিযোগ করা একটি হাস্যকর বিষয়। কিন্তু তবুও আমরা করে থাকি।
এটা আমাদের দীর্ঘদিনের স্বভাব। তবে শামীম হকের পক্ষ থেকে বলা হয়েছে তারা হাইকোর্ট সুপ্রীম কোর্ট করবেন। দেখা যাক কী হয়! তবে একে আজাদ এমপি হলে ফরিদপুরের হাজার হাজার মানুষের কর্মসংস্হান হবে এতে সন্দেহ নেই।