
গোফান্ডমি চলতি বছর কানাডার সবচেয়ে উদার যে ২০টি কমিউনিটির তালিকা করেছে তার প্রায় অর্ধেকই অন্টারিওর। গোফান্ডমি তাদের ইয়ার ইন গিভিং রিপোর্ট ৫ নভেম্বর প্রকাশ করেছে।
সামাজিক তহবিল সংগ্রহ প্ল্যাটফরমটি এ বছর কানাডাজুড়ে বিভিন্ন উদ্দেশে সংগৃহীত ২০ লাখ অনুদান নথিভুক্ত করেছে। সংখ্যাটি আগের বছরের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২২ সালে অনুদানের সংখ্যা ছিল ১৮ লাখ ৬০ হাজার।
গোফান্ডমি কানাডার জ্যেষ্ঠ কর্পোরেট অ্যাফেয়ার্স ব্যবস্থাপক ভেদ খান বলেছেন, প্রতিবেশীর ঘর তৈরি করে দেওয়া হোক বা মেডিকেল তহবিল সংগ্রহে অবদান অথবা গুরুত্বপূর্ণ স্থানীয় সংগঠনের পাশে দাঁড়ানোর মাধ্যমে কানাডিয়ানরা দানের অর্থকে সরল করছে। তাদের একে অপরকে সহায়তা করার অনড় প্রতিশ্রুতি গোল্ড স্ট্যান্ডার্ড সৃষ্টি করেছে, যার অর্থ হচ্ছে সহানুভূতিশীল কমিউনিটি।
তালিকা অনুযায়ী, সবচেয়ে উদার কমিউনিটির স্বীকৃতি পেয়েছে ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া। কমিউনিটিটি সারাবছর ২৩ হাজারের বেশি অনুদান দিয়েছে। ৯২ হাজার মানুষের ভিক্টোরিয়ার অনুদানের হার প্রতি চারজনে একজন।
তালিকায় অন্টারিওর নয়টি শহর ও নগর স্থান করে নিয়েছে, যা ওয়েস্ট কোস্ট প্রভিন্সের সমান। কানাডার সবচেয়ে উদার কমিউনিটিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ কলাম্বিয়ার নর্থ ভ্যানকুভার। তৃতীয় স্থানে রয়েছে ভ্যানকুভার। তালিকায় পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ব্রিটিশ কলাম্বিয়ার প্রিন্স জর্জ, কেলোনা, নানাইমো, নিউ ওয়েস্টমিনস্টার, অন্টারিওর ব্র্যাম্পটন, ব্রিটিশ কলাম্বিয়ার ম্যাপল রিজ, অন্টারিওর থান্ডার বে, ব্রিটিশ কলাম্বিয়ার পোর্ট ককিটলাম, অন্টারিওর কিচেনার, পিটারবোরো, গুয়েল্ফ, নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জন’স, অন্টারিওর টরন্টো, মিল্টন, হুইটবি, ব্যারি এবং নিউ ব্রান্সউইকের ফ্রেডেরিক্টন।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.