3.2 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

স্ত্রীকে গ্রামে রেখে পর নারীকে নিয়ে শহরে বাস, অতঃপর…

স্ত্রীকে গ্রামে রেখে পর নারীকে নিয়ে শহরে বাস, অতঃপর...

প্রতীকী ছবি

পরকীয়া প্রেমিকাকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার প্রায় এক মাস পর অভিযুক্ত বাবু হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে।

পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৪ নভেম্বর সন্ধ্যায় গড়িয়ার বাসিন্দা মিতা গায়েনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। ধারালো অস্ত্র দিয়ে মিতাকে আঘাত করা হয়। এ ঘটনায় বাবু হালদারের নাম উঠে আসে। অবশেষে গ্রামের বাড়ি দাসপাড়া থেকে তাকে গ্রেফতার করে আজ বুধবার আদালতে পাঠায় পুলিশ।

- Advertisement -

রাজপুর-সোনারপুর পৌরসভার অস্থায়ী কর্মী বাবু গড়িয়া স্টেশনসংলগ্ন বাসস্ট্যান্ডে কাজ করতেন। সেখানেই মিতার সঙ্গে তার পরিচয়। একপর্যায়ে মিতার প্রেমে পড়ে স্ত্রীকে ছেড়ে তার সঙ্গে বসবাস শুরু করেন বাবু। বাড়ি ভাড়া করে থাকতেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে।

মিতার দাবি, পরকীয়া সম্পর্ক থেকে তিনি বেরিয়ে আসতে চাইলে ঝামেলা শুরু হয়। এরপর বাবু তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।

এদিকে মিতাকে কুপিয়ে রক্তাক্ত করার পর বারুইপুরের বিভিন্ন এলাকায় থাকতে শুরু করেন। সেখান থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বাবু। এরপর নিজের বাড়িতে ফিরে সংসার শুরু করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles