
প্রথমবারের মত একসঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছেন হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তাদের সিনেমার প্রথম গান ‘শের খুল গায়ে’, যা প্রশংসা কুড়াচ্ছে। এরপরই প্রকাশ্যে আসে ‘ইশক জ্যায়সা কুছ’ গানের এক ঝলক যা এই শীতেও উত্তেজনার পারদ চড়াল।
আগামী ২২ ডিসেম্বর, উন্মুক্ত হবে ‘ফাইটার’ ছবির দ্বিতীয় গান ‘ইশক জ্যায়সা…’। তার আগেই বলিউডের দুই তারকা কয়েক সেকেন্ডের টিজারে এমন জাদু দেখালেন যে, ভক্তদের ঘুম উড়ে যাওয়ার অবস্থা!
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ ছবি নিয়ে প্রথম থেকেই উৎসাহ তুঙ্গে। উপরন্তু দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন জুটি। এক ফ্রেমে তাদের রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা।
‘ফাইটার’ ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিন্নি। বায়ুসেনার পোশাকে নজর কাড়েলন হৃতিক ও দীপিকা।
শোনা যাচ্ছে ‘ফাইটার’ হল বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শ্যুট হয়েছে। ২০২৪ সালের ২৬ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।