16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নায়িকাকে ‘অসভ্য মহিলা’ বললেন ভক্ত!

নায়িকাকে ‘অসভ্য মহিলা’ বললেন ভক্ত! - the Bengali Times
অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

টালিউডের পরিচিত মুখ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তার ইনস্টাগ্রামে দেখা যায় নানা ধরনের ছবি ও ভিডিও।

সম্প্রতি এই নায়িকা নতুন ফটোশুট করেছেন। আর তার এই ফটোশুটে দেখে রেগে গেলেন নেটিজেনরা।

- Advertisement -

ফটোশুটের ওই ভিডিতে দেখা গেছে, পূজার পরনে বিকিনি, সঙ্গে স্কার্ট। ক্যামেরার সামনে একের পর এক পোজ দিয়ে যাচ্ছেন তিনি।

নায়িকার নতুন ফটোশুট দেখে খুবই বিরক্ত নেটিজেনদের অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, ‘অসভ্য মহিলা’। আবার কেউ লিখেছেন, ‘বিয়ে হয়ে গেছে। আপনার একটি ছেলেও আছে। এখন আর এমন ফটোশুট করা আপনার একেবারেই উচিত নয়। বিশেষত জগদম্বা চরিত্রে অভিনয় করার পর এমন শুট তো আরও করা উচিত নয়।’ তবে কারো মন্তব্যে কোনো জবাব দেননি পূজা।

বর্তমানে পূজার নতুন কোনো কাজের কথা জানা যায়নি। তবে রাজা চন্দ পরিচালিত তার একটি বাংলা ছবি মুক্তির অপেক্ষায়। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।

- Advertisement -

Related Articles

Latest Articles