
রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৯টা ১৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনয়োরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।’
তিনি জানান, আগুনের খবার পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।