9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

পরকীয়ায় পালানো স্ত্রীকে ৪ বার বিয়ে, ফের পালানোর পর দুধ দিয়ে গোসল স্বামীর

পরকীয়ায় পালানো স্ত্রীকে ৪ বার বিয়ে, ফের পালানোর পর দুধ দিয়ে গোসল স্বামীর - the Bengali Times
আক্তারুল ইসলাম ঢালী

বাগেরহাটে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এক স্ত্রীকেই ৪ বার বিয়ে করেও রাখতে পারলেন না স্বামী আক্তারুল ইসলাম ঢালী (৩৮)। স্ত্রী অমিনুর বেগম (৩২) পঞ্চমবার স্বামীর ঘর ছেড়ে পরকীয়ার টানে পালিয়ে গেছেন। এতে ক্ষোভে ২০ কেজি দুধ দিয়ে গোসল করে করেছেন স্বামী আক্তারুল ইসলাম ঢালী। ঘটনাটি ঘটেছে জেলার রামপাল উপজেলার উজলকুড়ে।

উজলকুড়ে এলকার আক্তারুল ইসলাম ঢালী জানান, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি ইসলামী শরীয়াত মতে একই এলাকার অমিনুরের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসার ভালোই চলছিল। আমার ১২ বছরের একটি ছেলে ৬ বছরের একটি মেয়ে রয়েছে। তা সত্ত্বেও আমার স্ত্রী অমিনুর পরকীয়া করে পালিয়ে গিয়ে ৪ বার অন্যত্র বিয়ে করে। সে ফিরে আসতে চাইলে ৪ বারই সন্তানদের মুখের দিকে তাকিয়ে ও তাদের ভবিষ্যতের কথা ভেবে অমিনুরকে বিয়ে করে ঘরে নিয়ে আসি। সর্বশেষ গত বৃহস্পতিবার দিবাগত রাতে পরকীয়া করে পঞ্চমবার স্ত্রী অমিনুর পালিয়ে গেলে শুক্রবার দুপুরে আমি ২০ কেজি দুধ দিয়ে গোসল করে সিদ্ধান্ত নিয়েছি অমিনুরকে আর কখনোই বিয়ে করবো না।

- Advertisement -

এদিকে আক্তারুল ইসলাম ঢালীর দুধ দিয়ে গোসলের ঘটনা এলাকায় মুখরোচক আলোচনার খোরাক হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles