14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

শিরোনাম দেখে মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো

শিরোনাম দেখে মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো - the Bengali Times
শবনম ফারিয়া

কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো, মনে হইলো। খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করবো! কিছু বলার নাই।

শবনম ফারিয়াকে নিয়ে প্রকাশ করা খবর নিয়ে বিরক্ত প্রকাশ করে এমনই পোস্ট দিয়েছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। নাটকে কম দেখা যাচ্ছে অভিনেত্রী শবনম ফারিয়াকে। মাঝে মাঝে ওয়েব কনটেন্টে দেখা যায় তাকে। কাজ কম করায় এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জমানো টাকা খরচ করে চলতে হচ্ছে তাকে।

- Advertisement -

এর প্রেক্ষিতেই হয়তো কিছু সংবাদমাধ্যম যে শিরোনাম করেছে তাতেই বিরক্ত তিনি। নাটকে নিয়মিত নন কেন? প্রশ্নটির উত্তরে ফারিয়া বলেছিলেন, ক্যারিয়ারের এক দশক পার করে এখন কি সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যায়? এখন যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।

সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমাটা মন-প্রাণ দিয়ে করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না। মনের মতো পাণ্ডুলিপি পাচ্ছি না। একটা ‘দেবী’ করার পর তো আর যা-তা ছবি করা যায় না! আমার কাছে যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোর একটাও ভালো লাগেনি। বাণিজ্যিক বা অন্য রকম ছবি, এসব পার্থক্য আমি করি না। সব ছবিই ব্যাবসায়িক চিন্তা করে নির্মিত হয়। আমার কাছে সিনেমা দুই প্রকার—ভালো সিনেমা আর খারাপ সিনেমা। আমি ভালো সিনেমাতে অভিনয় করতে চাই।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ মোবারকনামা। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শাহনাজ সুমি প্রমুখ।

- Advertisement -

Related Articles

Latest Articles