6 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আলাস্কা এয়ারলাইন্সের সঙ্গে পর্টার এয়ারলাইন্সের নতুন অংশীদারিত্ব চুক্তি

আলাস্কা এয়ারলাইন্সের সঙ্গে পর্টার এয়ারলাইন্সের নতুন অংশীদারিত্ব চুক্তি - the Bengali Times
আলাস্কা এয়ারলাইন্সের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করেছে পর্টার এয়ারলাইন্স

আলাস্কা এয়ারলাইন্সের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করেছে পর্টার এয়ারলাইন্স। কোম্পানি দুটির পক্ষ থেকে বলা হয়েছে, এর অর্থ হচ্ছে ভ্রমণকারীরা এখন পর্টারের ওয়েবসাইট থেকে সরাসরি অথবা তৃতীয় পক্ষের কোনো সংস্থা থেকে পর্টার-আলাস্কার টিকিক কাটতে পারবেন।

টরন্টো থেকে ক্যালিফোর্নিয়ায় পর্টারের ফ্লাইট আগামী জানুয়ারি থেকে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই রুটে যাত্রীরা সরসারি আলাস্কা এয়ারলাইন্সের লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিস্কোর প্রধান প্রধান হাবে ভ্রমণ করতে পারবেন। শেয়ারড কানাডিয়ান এয়ারপোর্ট হয়ে সংযোগ ২০২৪ সালের প্রথম দিকে শুরু হবে আশা করা হচ্ছে।

- Advertisement -

এই অংশীদারিত্বের আওতায় ২০২৪ সালের জানুয়ারি ও শেষ দিক থেকে আলাস্কার মিলিয়েজ প্ল্যান সদস্যরা আলাস্কা এয়ারলাইন্সের মাধ্যমে পর্টার এয়ারলাইন্সের টিকিক বুক করার মাধ্যমে পয়েন্টও পাবেন। ভিআইপর্টার এবং মিলিয়েজ প্ল্যান সদস্য উভয়েই যেখান থেকেই টিকিট বুক করেন না কেন সংশ্লিষ্ট লয়ালটি প্রোগামে মাইল পাবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles