
সংবাদ সম্মেলনে অসুস্থ হয়ে পড়ার পর কাজে ফিরেছেন মন্ট্রিয়লের মেয়র ভ্যালেরি প্ল্যান্ট। সিটি হলে সাংবাদিকদের তিনি বলেন, তিনি তার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছেন এবং এক সপ্তাহ বিশ্রামের পর ভালো বোধ করছেন।
এর আগে এক ভিডিওতে দেখা যায়, প্রশ্নোত্তর পর্বের মাঝামাঝি এসে ভ্যালেরি প্ল্যান্টের আওয়াজ কমে আসছে। এরপর তিনি তার ভালো লাগছে না এবং আস্তে আস্তে মেঝেতে বসে পড়েন।
মন্ট্রিয়লের মেয়র বলেন, তার মাথা ঘুরতে থাকে এবং দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এরপর তিনি যাতে পড়ে না যান এবং আঘাত না পান সেজন্য মেঝেতে বসে পড়েন। অবসাদের কারণেই এমনটা হয়েছে বলে মনে হচ্ছে। ফল সেশনটা খুবই ব্যস্ততায় কেটেছে। এই সময় বাজেট উপস্থাপন করতে হয়েছে। আবাসন সংকট ব্যবস্থাপনা করতে হয়েছে। তার বিশ্রামের প্রয়োজন ছিল।
গত কয়েকদিন সকালে উঠে দৌঁড়াচ্ছেন, হালকা যোগব্যায়াম করছেন। সেই সঙ্গে স্বামী ও সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন।