
রাজশাহীর বাগমারার তাহেরপুরে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করার সময় নারী কাউন্সিলর রিতা রানীকে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে কাউন্সিলর রিতা রানী কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে তাহেরপুর পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় রাজশাহী- ৪ (বাগমারা) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সমর্থক আব্দুর রাজ্জাক তার ওপর হামলা চালায় বলে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগ করেন।
তবে আব্দুর রাজ্জাক অভিযোগ অস্বীকার করে জানান, তার স্ত্রী কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে তাহেরপুর পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির কাঁচি প্রতীকের প্রচারণা চালাতে যান। সেখানে কাউন্সিলর রিতা রানীর নেতৃত্বে তার স্ত্রীর ওপর হামলা চালানো হয়। পরে কাউন্সিলর নিজেই আহত হওয়ার ভান করে মাটিতে গড়িয়ে পড়েন।
বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, নারী কাউন্সিলরের ওপর হামলা হয়েছে বলে খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।