12 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

আমাদের মধ্যে মা-ছেলের সম্পর্ক, বললেন অন্তরঙ্গ ছবি তোলা শিক্ষিকা

আমাদের মধ্যে মা-ছেলের সম্পর্ক, বললেন অন্তরঙ্গ ছবি তোলা শিক্ষিকা - the Bengali Times
দশম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলেছেন সরকারি স্কুলের এক প্রধান শিক্ষিকা

শিক্ষা সফরে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলেছেন সরকারি স্কুলের এক প্রধান শিক্ষিকা। ভারতের কর্ণাটক রাজ্যে ছাত্র ও শিক্ষিকার এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ছাত্রের সঙ্গে এমন করে ছবি তোলায় মুরুগামাল্লা সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। এরই প্রেক্ষিতে পুস্পালাথা আর নামের ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

- Advertisement -

স্কুল কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষিকা দাবি করেছেন, ওই ছাত্রের সঙ্গে তার ‘মা ও ছেলের মতো সম্পর্ক’ রয়েছে।

এছাড়া ছাত্র-শিক্ষিকা দুজনই জানিয়েছেন, ছবিগুলো তাদের ব্যক্তিগত ছিল। কিন্তু কোনোভাবে সেগুলো ফাঁস হয়ে গেছে।

ওই শিক্ষিকা ছাত্রের সঙ্গে মা-ছেলের সম্পর্ক থাকার দাবি করলেও, ছবিগুলোতে দেখা যাচ্ছে, তারা একে-অপরকে চুমু দিচ্ছেন। এমনকি একটি ছবিতে দেখা যাচ্ছে শিক্ষিকাকে উঁচিয়ে ধরেছেন ওই ছাত্র।

ছবিগুলো ভাইরাল হওয়ার পর ছাত্রের পরিবার শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নেয়। তাদের দাবি, ওই ছাত্রের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন এই শিক্ষিকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকে সামাজিক অবক্ষয়ের প্রশ্ন তুলেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles