
জাহানারা আলম ছবি ফেসবুক পেজ
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম তারকা জাহানারা আলম। প্রায় এক যুগ ধরে জাতীয় দলকে সার্ভিস দিচ্ছেন এই ফাস্ট বোলার। খেলার মাঠের বাইরে ৩০ বছর বয়সী এই তারকাকে লাস্যময়ী হিসেবেও অনেকে চেনেন।
জাহানারাকে সম্প্রতি পার্টি সাজে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এক পোস্টে ৪টি ছবি দিয়েছেন তিনি। তবে তিনি কোথায় গেছেন তা জানাননি। ছবির ক্যাপশনে দুটি ভালোবাসার ইমোজি দিয়েছেন।
এর আগে এ মাসের শুরুতে নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এবারের নিলামে দল পাননি বাংলাদেশের কোনো খেলোয়াড়। প্রথম আসরের নিলামে থাকা ৯ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে নাম উঠেছিল জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তারের। কিন্তু তাদের কাউকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।