9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ছাত্রীদের রুম ও জানালায় উঁকি দেয় প্রহরীরা

ছাত্রীদের রুম ও জানালায় উঁকি দেয় প্রহরীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি প্রীতিলতা হলের এক নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠেছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের এক নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে হল কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন আবাসিক হলের শিক্ষার্থীরা। রবিবার (৩১ ডিসেম্বর) হল প্রভোস্ট মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৮ ডিসেম্বর দুপুর ২ টায় হলের অতিথি কক্ষে ছাত্রীদের সামনে আঞ্চলিক ভাষায় গান গাইতে শুরু করে ওই নিরাপত্তা প্রহরী। এছাড়াও ক্যাম্পাস ছুটির সময় কিংবা হলে ছাত্রী সংখ্যা কম হলে নিরাপত্তা প্রহরীরা হলের ভিতরে চলে আসে। অধিকাংশ সময় তারা রুমের দরজা ও জানালায় উঁকি দিয়ে আমাদের দেখার চেষ্টা করে। তারা অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

- Advertisement -

অভিযোগকারী এক নারী শিক্ষার্থী বলেন, ‘অধিকাংশ সময় হলের নিরাপত্তা প্রহরীরা ছাত্রীদের লক্ষ্য করে অশোভন ভাষায় কথা বলেন। আমাদের দিকে কুনজরে তাকায়। অনেক অন্ধ নারী শিক্ষার্থীও তাদের বিরুদ্ধে হল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন।’

হল প্রভোস্ট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ওই নিরাপত্তা কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিবো। কাল বা পরশু তার কাছে নোটিশ চলে যাবে। প্রয়োজনে আমরা তদন্ত কমিটি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

- Advertisement -

Related Articles

Latest Articles