
স্টারকিডদের স্বস্তিতে প্রেম করারও উপায় নেই। সর্বদাই তাদের দিকে তাক হয়ে থাকে ক্যামেরার চোখ। আর সেই ক্যামেরায় যা ধরা পড়ল, তা নিয়েই শোরগোল শুরু বলিপাড়ায়।
কাণ্ড ঘটিয়েছেন সাইফ আলি খান পুত্র ইব্রাহিম। তার সঙ্গে শ্বেতা তিওয়ারির কন্যা পলক। বছর শেষের রাতটা একসঙ্গেই কাটিয়েছেন তারা। আর তার প্রমাণ ভাইরাল হওয়া ভিডিও। ভিডিওতে দেখা গেছে, গাড়ির ভিতরে বসে রয়েছেন ইব্রাহিম ও পলক। দুজনের মুখেই উজ্জ্বল হাসি। কিন্তু পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্রই হাসি একেবারে ম্লান। বরং টুকটাক ছবি উঠতেই মুখ লুকিয়ে ফেললেন ইব্রাহিম ও পলক।
সালমান খানের হাত ধরে সদ্য বলিউডে পা দিয়েছেন পলক। অন্যদিকে, ইব্রাহিম অভিনয়ের জন্য একেবারে তৈরি। তারই মাঝে পলকের সঙ্গে ইব্রাহিমের প্রেমের গুঞ্জন। কয়েকদিন আগেই সোশ্যালে ইব্রাহিমের আরেকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গেছে, এক রহস্যময়ীর সঙ্গে মুম্বাই বিমানবন্দরে ইব্রাহিম। পলকের সঙ্গে সাইফপুত্রকে দেখে নেটিজেনরা বলছেন, বছরের শুরুতেই গার্লফ্রেন্ড বদল!