২০১৩ সাল থেকে সরকারি কর্মকর্তা ইচ্ছারাম যাদবের সাথে একসঙ্গে চাকরি করতেন ওই নারী। দীর্ঘদিন কাজ করলেও ২০১৮ সাল থেকেই ওই নারী সহকর্মীকে শ্লীলতাহানি করা শুরু করেন ইচ্ছারাম। মাসখানেক আগে তাকে শৌচাগারে গিয়ে মজা করার কুপ্রস্তাবও দিয়েছিলেন ইচ্ছারাম। এমনকি তার প্রস্তাবে সাড়া না দিলে চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও দেওয়া হয় ওই নারীকে।
এদিকে ওই নারী সহকর্মীকে যৌন হয়রানির অনেকগুলো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে ওই নারী সহকর্মীর সঙ্গে অশ্লীল আচরণ করতে দেখা গেছে ইচ্ছারামকে। এছাড়া অন্য একটি ভিডিওতে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করতেও দেখা গেছে।
ভারতের উত্তরপ্রদেশের এই ঘটনায় অবশেষে বাধ্য হয়ে গত ২৯ অক্টোবর ইচ্ছারামের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারী সহকর্মী। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন