13.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

জীবন সহজ, সম্মানজনক করার কৌশল

জীবন সহজ, সম্মানজনক করার কৌশল

১. নিজ আয় থেকেই ব্যয় করে, এমন মানুষের সাথে সম্পর্ক গড়ুন। নিজেও তাই করুন।

- Advertisement -

২. দায়িত্বজ্ঞানহীন, বাপের হোটেলে আরামে মানুষ হওয়া লোকজনের সাথে কখনো ভ্রমণে বের হবেন না।

৩. কেউ অযথা অপমান করলে সেখানেই ভদ্রভাবে বুঝিয়ে দিবেন যে সেটা অনুচিত করেছে।

৪. কথায় কথায় আপনার প্রশংসা করে, এমন মানুষকে কৌশলে জানিয়ে দেন যে এটা আপনার খুব অপছন্দের বিষয়।

৫. নেগেটিভ মানুষের সহচর্য এড়িয়ে চলুন। কারন আপনি অনিচ্ছাকৃত ভুল করলেও তারা ভেবে বসবে আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন।

৬. গীবত-পরচর্চাকারীদের ভদ্রভাবে থামিয়ে বুঝিয়ে দিন যে আপনি শুনতে আগ্রহী নন। পাপের ভাগিদার হবেন কেন?

৭. যারা উপহার সহজভাবে নিতে জানে না, মুখ গোমড়া করে গ্রহণ করে; তাদের শিখিয়ে দিন যে উপহার সবসময় হাসি মুখে নিতে হয়।

৮. আপনি যদি আর্থিকভাবে বেশ সচ্ছল হন, তবে অসচ্ছল মানুষদেরকে কখনো খুব বেশি দামি উপহার দিয়ে বিব্রত করতে যাবেন না।

৯. লোক দেখানো খরচ করে, এমন মানুষের সহচর্য পরিহার করুন।

১০. যারা দাওয়াতে সাধ্যের অতিরিক্ত আয়োজন করে; তাদের নিমন্ত্রণ পরিহার করুন।

১১. যারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বড়াই করে, মনে করিয়ে দেয়, তাদের নির্দ্বিধায় পরিহার করে চলুন। জানিয়ে দিন আপনি শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রী দিয়ে মানুষ বিচার করেন না।

১২. খুব বেশি প্রয়োজন ছাড়া আপন মানুষের কাছ থেকেও টাকা ধার করবেন না।

১৩. মানুষকে কখনো মিথ্যা আশ্বাস দেবেন না, মিথ্যা আশ্বাস গ্রহণও করবেন না।

১৪. আগ বাড়িয়ে ধনী ব্যক্তিদের সাহায্যের প্রস্তাব দেবেন না। কারণ তারা ভাববে টাকা খরচ করলে হয়তো আরও ভালো সাহায্য পেতে পারতো।

১৫. অপরকে সাহায্য করলে নিঃস্বার্থভাবে করবেন, কোনো প্রতিদানের জন্য করবেন না।

১৬. অনুমতি না নিয়ে কারও বাসায় হঠাত হাজির হবেন না।

১৭. নিজের সফলতা ঘটা করে বলে বেড়াবেন না। মানুষ আড়ালে হাসবে, উপরন্তু অযোগ্য মনে করবে।

১৮. নিজের দু:খের, সমস্যার কথা অপরকে বলতে যাবেন না।

১৯. স্বামী বা স্ত্রী নিজেদের ব্যাক্তিগত সমধ্যা অপরের সাথে শেয়ার করবেন না। মানুষ মজা পায়।

২০. আপনি ধনী হলেও আর্থিকভাবে অসচ্ছল বন্ধুদের সাথে যোগাযোগ রাখবেন, সম্মান দেবেন। মনে রাখবেন, আপনার চরিত্রে ত্রুটি থাকলেও একমাত্র নিরহংকার চরিত্র আপনাকে আলোকিত করতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles